আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর ‘বড় জমায়েতের’ ডাক | চ্যানেল আই অনলাইন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর ‘বড় জমায়েতের’ ডাক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ জুমার নামাজের পর জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ (৯ মে) শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির চলমান অবস্থান কর্মসূচিতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। দল মত নির্বিশেষে সবাইকে সেখানে অংশ নেওয়ার আহ্বান জানান এই এনসিপি নেতা।

হাসনাত আবদুল্লাহ বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ না করা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে ফোয়ারার সামনে এই জমায়েতের ডাক দেয়া হয়েছে। সেখানে মঞ্চ নির্মাণের প্রস্তুতি নেয়া হয়েছে। আন্দোলনকে ঘিরে যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত ১০টা থেকে অবস্থান নিয়েছেন এনসিপির বেশকিছু নেতাকর্মী। রাতেই সেখানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারীসহ শীর্ষ নেতারা।

Scroll to Top