‘আওয়ামী লীগ একটি নিকৃষ্ট দল, এখানে যাওয়া সাকিবের ঠিক হয়নি’

‘আওয়ামী লীগ একটি নিকৃষ্ট দল, এখানে যাওয়া সাকিবের ঠিক হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ২১:৪৮ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৮:১৭

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ক্রিকেটার সাকিব আল হাসান

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী, গুম-খুনের দলে যাওয়া সাকিব আল হাসানের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আওয়ামী লীগ একটি নিকৃষ্ট দল উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘তাদের হাতে রক্ত। তিন-চার হাজার ছেলে-মেয়েকে তারা খুন করেছে। এ দলের প্রতিটি নেতাই খুনের দায়ে অভিযুক্ত।’

শুক্রবার (১৮ এপ্রিল) মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না। ইলিয়াস আলী ২০১২ সালে গুম হয়েছে। এমন অসংখ্য গুমের ঘটনা জানার পরও সাকিবের আওয়ামী লীগে যোগদান মানুষ মেনে নিতে পারেনি।’

সাকিবের আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতি করা যেকোনো মানুষের অধিকার। কিন্তু আপনি কোন দলে যোগদান করছেন সেটি ভাবার বিষয়। আপনি কি জেনে বুঝে কোনো জঙ্গি দলে যোগদান করবেন?’

এর আগে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন। মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয় সম্পর্কে তিনি অবহিত আছেন বলে তাদের জানান।

প্রেস সচিব বলেন, ‘এখানে এসে যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবে চলছে। এখানকার বিষয়টি আমরা জানিয়েছি (কর্তৃপক্ষকে), তারা বলেছেন যে, আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে আপাতত মার্জ করা হচ্ছে না, এটা আমাদের তারা জানিয়েছেন।’

সারাবাংলা/জিএস/এইচআই

আওয়ামী লীগ
শফিকুল আলম
সাকিব আল হাসান

Scroll to Top