এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির ডিসেম্বর মাসের সেরা হয়েছেন ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ। পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ও সাউথ আফ্রিকার ড্যান প্যাটারসনকে। সফরে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন বুমরাহ।
সদ্যগত বোর্ডার-গভাস্কার ট্রফি সিরিজে শেষ টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়েন দুর্দান্ত ছন্দে থাকা বুমরাহ। শেষ ইনিংসে বল না করেও সিরিজে সংগ্রহ ৩২ উইকেট। সিরিজসেরার পুরস্কার উঠেছিল হাতে। প্রথম তিন টেস্টে ১৪.২২ গড়ে ২২ উইকেট শিকার করেছিলেন। সিরিজে ২৫ উইকেট নিয়ে দুইয়ে ছিলেন কামিন্স। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলে ১৩ উইকেট নিয়েছিলেন প্যাটারসন।
মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার আন্নাবেলা সাউদারল্যান্ড ডিসেম্বর মাসের সেরা হয়েছেন। ভারতের বিপক্ষে তিন ওয়ানডে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের জন্য পুরস্কার উঠেছে তার হাতে। তালিকায় ছিলেন ভারতের ওপেনার স্মৃতি মান্দানা এবং সাউথ আফ্রিকার ননকুলেকো ম্লাবা।
ডিসেম্বর মাসে সাউদারল্যান্ড ২৬৯ রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে। ভারতের বিপক্ষে ১১০ করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৫ রানে অপরাজিত ছিলেন। স্ট্রাইকরেট ছিল ১১৩.৯৮ এবং গড় ৬৭.২৫।
রান ছাড়াও উইকেট শিকারে কম যানি ২৩ বর্ষী তারকা। এ সময় ৩.৮৫ ইকোনোমি রেটে ৯ উইকেট শিকার করেছেন। ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ম্যাচজয়ী ৩৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন।