আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ | চ্যানেল আই অনলাইন

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

একদিন আগেই টেস্টে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাসপ্রীত বুমরাহ। এবার সব ফর‌ম্যাট মিলিয়ে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতলেন ভারতীয় তারকা পেসার। জিতলেন মর্যাদার ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।’

মঙ্গলবার সব ফরম্যাট মিলিয়ে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বুমরাহ’র নাম প্রকাশ করেছে আইসিসি। গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব জিতলেন ভারত তারকা। সেরার লড়াইয়ে বুমরাহ পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।

ভারতের প্রথম পেসার ও পঞ্চম ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন বুমরাহ। ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০১০ সালে সচিন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন, ২০১৭ ও ২০১৮ সালে ভিরাট কোহলি বর্ষসেরার পুরস্কার জেতেন।

গত বছর বুমরাহর টেস্টের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি বুমরাহ। ১৩ ম্যাচে ৭১ উইকেট নেন তারকা পেসার। তার অনেকটা পেছনে থেকে বছরে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ উইকেট নিতে পারেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। এক পঞ্জিকাবর্ষে চতুর্থ ভারতীয় এবং ১৮তম বোলার হিসেবে ৭০-এর বেশি উইকেট নিয়েছেন। বুমরাহ’র আগে ভারতের রবীচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে এবং কপিল দেব ৭০-এর বেশি উইকেট নিয়েছিলেন।

GOVT

হোম এবং অ্যাওয়ে দুটিতেই দারুণ করেছেন বুমরাহ। বছরজুড়ে ৩৫৭ ওভার বল করে চোখধাঁধানো ইকোনমি ২.৯৬ রেখেছিলেন। যা টেস্ট খেলার দ্রুত রান সংগ্রহের যুগের ছক ভেঙে দিয়েছে। ৭০-এর বেশি উইকেট পাওয়া আগের ১৭জন বোলারের কেউ বুমরাহ’র মতো কম রান খরচায় উইকেট পাননি। টেস্ট র‍্যাংকিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে থাকা বুমরাহ ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেটে মালিক হয়েছেন গত বছর। এই মাইলফলকে তিনি পৌঁছেছেন ২০-এর কম গড় নিয়ে, যা ইতিহাসের সেরা।

২০২৪ সালে বুমরাহ ৮টি টি-টুয়েন্টিতে খেলেছেন বুমরাহ। সবকটিই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে। আসরে ৮.২৫ গড়ে ১৫ উইকেট নেন ৩১ বর্ষী পেসার, ৪.১৭ ইকোনোমি রেটে। ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের দ্বিতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপা অনন্য অবদান রাখা বুমরাহ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। গতবছর কোনো ওয়ানডে খেলেননি বুমরাহ, অবশ্য এই সংস্করণে ভারত কেবল তিনটি ওয়ানডে খেলেছিল।

Scroll to Top