“আইসিসির উচিত হাসানকে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ দেওয়া” – Allrounder BD

“আইসিসির উচিত হাসানকে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ দেওয়া” – Allrounder BD

“আইসিসির উচিত হাসানকে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ দেওয়া” – Allrounder BD

বোলাররা উইকেট পাওয়ার পর কতভাবেই না উদযাপন করেন। কেউ কেউ তো ব্যাটারকে আউট করে করেন বুনো উল্লাস। কিন্তু হাসান মাহমুদের মতো করে ভেবেছেন কতজন বোলার? উইকেট পাওয়ার পর উদযাপন করলে প্রতিপক্ষ ব্যাটার কষ্ট পাবে, এজন্য উইকেট পাওয়ার পর স্বাভাবিক থাকেন তরুণ এই পেসার।

আয়ারল্যান্ডের সাথে শেষ ওয়ানডেতে স্নায়ুর চাপ ধরে রেখে বাংলাদেশকে ম্যাচ জেতানোর পর হাসানের প্রশংসা করেছেন দেশের প্রখ্যাত কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। হাসানকে আইসিসির ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া উচিত বলে মনে করেন দেশসেরা এই কোচ।

বাংলাদেশ অসাধারণভাবে ম্যাচ জেতার পর ফেসবুকে হাসানের প্রশংসায় তিনি লিখেছেন, “আউট হয়ে যাওয়া ব্যাটারের জন্য হাসানের যে সহানুভূতি এবং পরবর্তী উচ্ছ্বাসহীন উদযাপন, শুধু এই কারণেই আইসিসির উচিত তাকে একটা বিশেষ ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ দেওয়া। এই ধরনের আচরণ সবার জন্যই অনুকরণীয় হতে পারে এবং তা শুধু ক্রিকেটে নয় সব ক্ষেত্রেই।” 

হাসানের এই সহনশীলতা তাকে অনেকদূর নিয়ে যাবে বলে মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক। তিনি বলেন, “অত্যন্ত সংবেদনশীল, স্বল্প অভিজ্ঞ এবং তরুণ এই বোলার এরই মধ্যে অধিনায়কের ডান হাতে পরিণত হয়েছে। স্কিলের পাশাপাশি চাপের মধ্যে নিজেকে ধরে রাখার এই বিরল সক্ষমতা তাকে নিশ্চয় অনেক দূর নিয়ে যাবে।” 

Scroll to Top