আইসিইউতে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন, প্রধান উপদেষ্টার কাছে জামিন আবেদন – DesheBideshe

আইসিইউতে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন, প্রধান উপদেষ্টার কাছে জামিন আবেদন – DesheBideshe

আইসিইউতে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন, প্রধান উপদেষ্টার কাছে জামিন আবেদন – DesheBideshe

ঢাকা, ০৮ আগস্ট – সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ হওয়ার কারণে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়।

মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আয়েশা সুলতানা গণমাধ্যমকে বলেন, “গত ৫ আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক জটিলতা থাকায় দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তার দ্রুত জামিন ও উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি।”

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ আগস্ট ২০২৫



Scroll to Top