আইবিটিআরএ-তে বাফেডা’র ৫ দিনব্যাপী কর্মশালা শুরু

আইবিটিআরএ-তে বাফেডা’র ৫ দিনব্যাপী কর্মশালা শুরু

আইবিটিআরএ-তে বাফেডা’র ৫ দিনব্যাপী কর্মশালা শুরুআইবিটিআরএ-তে বাফেডা’র ৫ দিনব্যাপী কর্মশালা শুরুবাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে পাঁচ দিন ব্যাপী ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ (১৭ আগস্ট) রবিবার ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে (আইবিটিআরএ) উদ্বোধন করা হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর ও বাফেডা’র ট্রেজারার মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন বাফেডা’র এক্সিকিউটিভ সেক্রেটারী মোঃ আবুল হাসেম ও আইবিটিআর-এর ডাইরেক্টর জেনারেল মোঃ মাহবুব আলম।

উক্ত কর্মশালায় দেশের ৩০টি ব্যাংকের বিভিন্ন পদমর্যদার ৫০ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Scroll to Top