আইফোন অন্যের চার্জার দিয়ে চার্জ করেন? হতে পারে যে বিপদ

আইফোন অন্যের চার্জার দিয়ে চার্জ করেন? হতে পারে যে বিপদ

দেখতে সাধারণ চার্জারের মতো হলেও ওডটএমজি কেব্‌লযুক্ত চার্জারটি মূলত একটি পূর্ণাঙ্গ হ্যাকিং টুল। সাইবার নিরাপত্তা গবেষণার জন্য তৈরি করা হলেও বর্তমানে বাজারে কিনতে পাওয়া যায় ওডটএমজি কেব্‌লযুক্ত চার্জারটি। এর নির্মাতা মাইক গ্রোভার জানিয়েছেন, ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকলে ওডটএমজি কেব্‌লের মাধ্যমে ৩০০ ফুট দূর থেকেও আইফোনের তথ্য সংগ্রহ করা সম্ভব।

বিভিন্ন প্রতিষ্ঠান বা লোকসমাগমে বসানো চার্জিং স্টেশনগুলোয় সাধারণ ইউএসবি ডেটা কেব্‌লের মাধ্যমে আইফোন চার্জ করতে হয়। অনেকেই কেব্‌লের এক প্রান্ত আইফোনে যুক্ত করে চার্জ করেন। এর ফলে চার্জের সমস্যা মিটলেও আইফোনের সব তথ্য হ্যাকারদের দখলে চলে যেতে পারে। আর তাই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের চার্জারের পাশাপাশি অন্য কারও কেনা চার্জার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আইফোন ব্যবহারকারীদের।

সূত্র: ডেইলি মেইল

Scroll to Top