একই অনুষ্ঠানে উপস্থিত থাকা পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ বলেছিলেন, আইপিএলে বেঙ্গালুরুর ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আমির, ‘আরসিবির আমিরের মতো একজন বোলার প্রয়োজন। তাদের ব্যাটিং বিভাগ ভালো, তাদের বোলিং সব সময়ই সমস্যার। আমির আরসিবির হয়ে খেললে তারা শিরোপা জিতবে।’
২০০৮ সালের প্রথম আইপিএলে খেলেছেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। শোয়েব আখতার, সোহেল তানভীররা সেই আইপিএলে বেশ আলো ছড়িয়েছিলেন। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এরপর আর আইপিএলে খেলা হয়নি পাকিস্তানের কোনো ক্রিকেটারের। এরপর আজহার মেহমুদই একমাত্র পাকিস্তানি ক্রিকেটার, যিনি যুক্তরাজ্যের নাগরিক হিসেবে আইপিএলে খেলেছেন।