আইপিএল খেলবেন না স্টোকস

আইপিএল খেলবেন না স্টোকস
Nagod
KSRM

ওয়ানডে অবসর ভেঙে ভারত বিশ্বকাপের আগে দলে ফেরেন ইংল্যান্ডের বেন স্টোকস। বিশ্বকাপেও খেলেছেন চোট নিয়ে। কয়েকটি ম্যাচে ব্যাট হাতে স্টোকস জ্বলে উঠলেও সেমিফাইনালের আগেই বিদায় নেয় ২০১৯ আসরের চ্যাম্পিয়নরা। এবার আইপিএলের আসন্ন আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন এই তারকা অলরাউন্ডার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস স্টোকসের নাম সরিয়ে নেয়ার বিষয়টি জানিয়েছে। বলেছে, ‘এই ইংলিশ অলরাউন্ডার ওয়ার্কলোড ও ‘ফিটনেস’-এ নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্টোকস। তার এই সিদ্ধান্তে আমাদের সমর্থন রয়েছে।’

আইপিএলের গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন স্টোকস। আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো কাকে ধরে রাখবে এবং কোন ক্রিকেটারদের ছেড়ে দেবে সেটি জানানোর নির্ধারিত সময় বেঁধে দেয়া হয়েছে ২৬ নভেম্বর পর্যন্ত। তবে এখনও সেই তালিকা থেকে স্টোকসকে বাদ দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি। এতে আইপিএলের ২০২৫ আসরেও তাকে ধরে রাখার সুযোগ রয়েছে মহেন্দ্র সিং ধোনির দলের। রোববারের মধ্যে চেন্নাই স্টোকসকে ছেড়ে দিলে, তার জন্য খরচ হওয়া ১৬.২৫ কোটি ভারতীয় রুপি তারা আসন্ন নিলামে ব্যবহার করতে পারবে।

বিশ্বকাপের আগে স্টোকস জানিয়েছেন, তিনি হাঁটুতে অস্ত্রোপচার করাবেন। দীর্ঘদিন থেকেই হাঁটুর চোটে ভুগছেন তিনি। বিশ্বকাপে ব্যাটার হিসেবেই খেলেছেন এই অলরাউন্ডার। অস্ত্রোপচারের পর তিনি ও ইসিবি (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) মিলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিশ্বকাপে ৬ ম্যাচে ৩০৪ রান করেছেন স্টোকস। রয়েছে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরির ইনিংস।

Scroll to Top