আইপিএলে খেলার জন্য ইংল্যান্ডের নাগরিক হচ্ছেন পাকিস্তানি তারকা – DesheBideshe

আইপিএলে খেলার জন্য ইংল্যান্ডের নাগরিক হচ্ছেন পাকিস্তানি তারকা – DesheBideshe



আইপিএলে খেলার জন্য ইংল্যান্ডের নাগরিক হচ্ছেন পাকিস্তানি তারকা – DesheBideshe

ইসলামবাদ, ২৪ এপ্রিল – ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব অনেক ‍পুরোনো। যার প্রভাব পড়ে দুই দেশের ক্রীড়াঙ্গনেও। ২০১২ সালের পর থেকে দুই দেশ দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলেনি। প্রায় দেড় যুগ পাকিস্তানের ক্রিকেটাররাও নিষিদ্ধ আইপিএল থেকে। তবে এত দ্বন্দ্বের মাঝেও এর আগে অনেকবারই আইপিএলে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। এবার আবারও সেই একই ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানের এই বোলার।

আইপিএলের প্রথম আসর শুরু হয়েছিল ২০০৮ সালে। প্রথম থেকেই নিষিদ্ধ ছিলেন না পাকিস্তানের ক্রিকেটাররা। প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানের ১২ ক্রিকেটার। তবে একই বছরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর তাদের নিষিদ্ধ করা হয় বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ এই ক্রিকেট লিগ থেকে। পাকিস্তান নয়, যুক্তরাজ্যের নাগরিক পরিচয়ে এই টুর্নামেন্টে খেলার সুযোগটি কাজে লাগাতে চান আমির।

আমিরের স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক। শিগগিরই সেখানকার পাসপোর্ট পাওয়ার আশায় আছেন আমির। আর সেটা পেয়ে গেলে, আইপিএলে খেলার দুয়ার খুলে যাবে তার। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘সত্যি বলতে, যদি সুযোগ পাই, আমি আইপিএলে খেলব। প্রকাশ্যেই বলছি। তবে আইপিএলে সুযোগ না পেলে পিএসএলে খেলব। আগামী বছর আইপিএলে খেলার সুযোগ পাব, আর যদি সুযোগ পাই, তাহলে কেন খেলব না?’

আইপিএল এবং পিএসএল এবার প্রথমবারের মতো একই সময়ে হচ্ছে। যদি পরের আসরেও এমন হয় তাহলে কোনটিকে বেছে নেবেন এমন প্রশ্নের জবাবে আমি বলেন, ‘এখন এটা নির্ভর করছে, কোন লিগে আমাকে আগে নেওয়া হবে তার ওপর। যদি আইপিএলের নিলাম আগে হয় এবং আমাকে দলে নেওয়া হয়, তাহলে সরে যেতে পারব না এবং পিএসএলে খেলব না।’

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৪ এপ্রিল ২০২৫



Scroll to Top