আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব: সিইসি | চ্যানেল আই অনলাইন

আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব: সিইসি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব।

রবিবার (১৩ জুলাই) বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে জাতীয় নির্বাচন ঠিক কবে হবে, এই প্রশ্ন এখনও অমীমাংসিত। নির্বাচন নিয়ে রাজনীতিতে সন্দেহ, সংশয় তৈরি হয়েছে, এমন প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ এবং নিজের নিরপেক্ষতার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্ন, নতুন রাজনৈতিক দল এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

Scroll to Top