আরব আমিরাত ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ; আইএল টি-টোয়েন্টি বা ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। এর দ্বিতীয় আসরের সময়সূচি ঘোষণা হয়েছে। আগামী বছর জানুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির ১৮ তারিখ পর্যন্ত চলবে এই লিগ। অংশ নিবে ৬ টি দল। ইতিমধ্যে অনেক বড় নাম এই লিগের দলগুলোতে খেলার জন্য অন্তর্ভুক্ত হয়েছে।
ছয় দল অংশ নিচ্ছে আগামী বছরের আসরে। দল ছয়টি হচ্ছে; আবু ধাবি নাইট রাইডার্স, দুবাই ক্যাপিটালস, এমআই এমিরেটস, শারজাহ ওয়ারিওর্স, ডেজার্ট ভাইপার্স ও গালফ জায়ান্টস। গালফ জায়ান্টস প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিল। এই ছয় দল মিলে মোট ৩৪ টি ম্যাচ খেলবে। যেগুলো অনুষ্ঠিত হবে, আবু ধাবি, দুবাই ও শারজাহ’তে।
সম্প্রতি ডেভিড ওয়ার্নার, মার্ক উড, শাদাব খান ও আম্বাতি রাইডু দ্বিতীয় আসরে খেলার জন্য নিজেদের অন্তর্ভুক্ত করেছে। ওয়ার্নার ও উড ক্যাপিটালসের হয়ে একই দলে খেলবে। শাহীন শাহ আফ্রিদি ও আজম খানের সাথে একই দল ডেজার্ট ভাইপার্সে যোগ দিয়েছেন শাদাব। রাইডু এবছরের আইপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। আইএল টি-টোয়েন্টিতে যোগ দিয়েছেন এমআই এমিরেটসের দলে। এছাড়াও মার্টিন গাপটিল, মাহিশ থিকশানা; তাঁরা শারজাহ ওয়ারিওর্সের হয়ে আসর মাতাবেন।
আগামী বছরের জানুয়ারির ২৫ তারিখ থেকে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে। মার্ক উডের সাথে জো রুটও আছেন আইএল টি-টোয়েন্টিতে। ইংল্যান্ডের স্কোয়াডে স্বাভাবিকভাবেই এই দুইজন থাকবেন। সেক্ষেত্রে সিদ্ধান্তটা কেমন দাঁড়াবে, তা সময়ের ব্যাপার। এছাড়াও ওয়ার্নার সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ খেলবেন, যেটি শেষ হবে জানুয়ারির ২৪ তারিখ। এই অস্ট্রেলিয়ান অবশ্য জানিয়েছেন, তাঁর বিগ ব্যাশ শেষ করেই তিনি আরব আমিরাতে যোগ দিবেন।
আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে সাউথ আফ্রিকার এসএ-টোয়েন্টি লিগের সূচিতে কিছুটা সংঘাত বেঁধেছে। সাউথ আফ্রিকার লিগ শুরু হচ্ছে জানুয়ায়ারির ১০ তারিখ থেকে। চলবে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত। এর আগের বছরেও একইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
এখনো পাকিস্তান প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ পায়নি। তবে বিপিএলের সূচি জানুয়ারি-ফেব্রুয়ারিতেই পড়ার সম্ভাবনা অনেকটা নিশ্চিত। সে হিসেবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টি-টোয়েন্টি লিগগুলোও একে অপরের সাথে পাল্লা দিয়ে নতুন আসর শুরুর দিকে ঝুঁকছে।