ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর দুদিনের গোলাপি বলের ম্যাচ খেলবে ইংল্যান্ড একাদশ। অস্ট্রেলিয়ায় আয়োজিত পাঁচ ম্যাচের সিরিজটি হবে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত। পার্থে প্রথম টেস্টের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ইংল্যান্ড দল থেকে নির্বাচিত একটি একাদশের সঙ্গে হবে এই প্রীতি ম্যাচ। ওভালে ২৯-৩০ নভেম্বর গড়াবে লড়াই।
এই সিরিজের মধ্য দিয়ে অ্যাশেজে প্রথমবার যুক্ত হতে চলেছে গোলাপি বল অর্থাৎ দিবা-রাত্রির টেস্ট। পার্থে প্রথম টেস্ট হবে লাল বলে। এরপরই লম্বা বিরতিতে থাকবে দুদল। এ সময়েই ক্যানবেরায় হবে গোলাপি বলের প্রীতি ম্যাচ। তিন দিন বিরতি দিয়ে সিরিজে প্রথমবার যুক্ত হওয়া গোলাপি বলের টেস্ট শুরু হবে। এটি হবে গ্যাবায়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘ক্রিকেট ভক্তদের কাছে অ্যাশেজ সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। একজন অস্ট্রেলিয়ান হিসেবে আমি বড় হয়েছি ইয়ান বোথাম, ডেভিড গাওয়ার এবং গ্রাহাম গুচের খেলায় মুগ্ধ হয়ে।’
‘আমি নির্বাচকদের সাথে সভা করে প্রধানমন্ত্রী একাদশ নির্ধারণ করবো। অস্ট্রেলিয়ার সবপ্রান্ত থেকে ভালো খেলোয়াড় খুঁজে একাদশ বানাবো। যারা ইংল্যান্ডকে হারাতে পারে।’
২০২৩ অ্যাশেজটি ড্র হয়েছিল। এক দশক ধরে ইংল্যান্ডের ঘরে ফেরেনি ট্রফিটি। শেষ ২০১৫ সালে অ্যাশেজ জেতে ইংল্যান্ড। এরপর চার সিরিজের দুটি ড্র ও দুটিতে জয় পায় অস্ট্রেলিয়া।