অ্যাপলের নতুন চমক: বাজারে আসছে আইফোন ১৭-ই, দাম প্রায় ৫৯৯ ডলার

অ্যাপলের নতুন চমক: বাজারে আসছে আইফোন ১৭-ই, দাম প্রায় ৫৯৯ ডলার

অ্যাপল মানেই উন্মাদনা আর বিস্ময়। সাশ্রয়ী দামের আইফোনপ্রেমীদের জন্য বিশেষ সুখবর। অ্যাপল প্রতিবছর ‘ই’ সিরিজের আইফোন মডেল বাজারে আনবে বলে ঘোষণা দিয়েছে আগেই। তারই ধারাবাহিকতায় নতুন মডেলের কথা জানা গেছে।

অ্যাপলের নতুন চমক: বাজারে আসছে আইফোন ১৭-ই, দাম প্রায় ৫৯৯ ডলারঅ্যাপলের নতুন চমক: বাজারে আসছে আইফোন ১৭-ই, দাম প্রায় ৫৯৯ ডলার

ই সিরিজের মডেল

চলতি বছর ভক্তের হাতে পৌঁছেছে আইফোন ১৬-ই মডেল। তারই উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে ১৭-ই মডেল। জানা গেছে, ইতোমধ্যে অ্যাপল এই মডেলের ওপর কাজ করছে।

কয়েকটি সূত্র বলছে, নতুন মডেলটি ২০২৬ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে উন্মোচিত হতে পারে। অর্থাৎ অ্যাপল হয়তো এখন থেকে তাদের ‘এসই’ সিরিজের অনিয়মিত রিলিজ প্যাটার্ন (২০১৬, ২০২০, ২০২২) থেকে বেরিয়ে এসে ধারাবাহিকভাবে ‘ই’ সিরিজের ডিভাইস প্রকাশের পরিকল্পনা নিয়েছে।

সম্ভাব্য দাম

আইফোন ১৭-ই মডেলের দাম আগের মতো ৫৯৯ ডলারের কাছাকাছি হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ট্যারিফ বা করনীতিতে যদি বড় কোনো পরিবর্তন হয়, তাহলে শেষমেশ দাম কিছুটা হলেও বাড়তে পারে।

জানা গেছে, প্রকাশিতব্য আইফোন মডেলের ট্রায়াল প্রোডাকশন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ফলে ২০২৬ সালের মে মাসের নতুন মডেলের আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে।

Scroll to Top