অ্যাথলেটিকস: যুক্তরাষ্ট্রের তিন সোনা, বাকী ছয়টিতে চ্যাম্পিয়ন যারা | চ্যানেল আই অনলাইন

অ্যাথলেটিকস: যুক্তরাষ্ট্রের তিন সোনা, বাকী ছয়টিতে চ্যাম্পিয়ন যারা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্যারিস অলিম্পিকের ১৫তম দিনে অ্যাথলেটিকসের নয়টি ইভেন্টে পদক ফয়সালা হয়েছে। যার তিনটিতেই স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। বাকী ছয়টির মধ্যে কেনিয়া দুটি এবং ইথিওপিয়া, নিউজিল্যান্ড, জাপান ও নরওয়ে একটি করে সোনা জিতেছে।

দিনের প্রথম ইভেন্ট ছেলেদের ম্যারাথনে ইথিওপিয়াকে সোনা এনে দেন তোলা তামিরাত। ওই ইভেন্টে রৌপ্য জিতেন বেলজিয়ামের আবদি বশির। ব্রোঞ্জ পেয়েছেন কেনিয়ার কিপ্রুতো বেনসন।

দ্বিতীয় ইভেন্ট ছেলেদের হাই জাম্পে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের কের হামিশ। রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাকওয়েন শেলবি। ব্রোঞ্জ জিতেছেন কাতারের বারশিম মুতাজ ইসা। প্যারিসে কাতারের প্রথম পদক এটি।

তৃতীয় ইভেন্ট ছেলেদের ৮০০ মিটারে কেনিয়াকে সোনা এনে দেন ওয়ানিওনি এম্যানুয়েল। কানাডার আরোপ ম্যাক্রো রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ পেয়েছেন আলজেরিয়ার সিজ্জাতি জামিল।

চতুর্থ ইভেন্ট মেয়েদের জ্যাভলিন থ্রোতে সোনা জেতেন জাপানের হারুকা কিতাগুছি। সাউথ আফ্রিকার জো-আন ফন ডাইক রৌপ্য জেতেন। চেক রিপাবলিকের নিকোলা ওগ্রোডনিকোভা ব্রোঞ্জ জেতেন।

পঞ্চম ইভেন্টে অ্যাথলেটিকসে দিনের প্রথম সোনার দেখা পায় যুক্তরাষ্ট্র। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হন মাসাই রাসেল। রৌপ্য জিতেছেন ফ্রান্সের সিরেনা সাম্বা-মায়েলা। ব্রোঞ্জ জিতেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন পুয়ের্তোরিকার জাসমিন কামাচো-কুইন।

ষষ্ঠ ইভেন্ট ছেলেদের ৫০০০ মিটার ফাইনালে নরওয়েকে স্বর্ণ এনে দেন জ্যাকব ইনগিব্রিস্টেন। রৌপ্য জেতেন কেনিয়ার কিমুই রোনাল্ড। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ট ফিশার।

সপ্তম ইভেন্টে কেনিয়াকে অ্য়াথলেটিকসে দিনের দ্বিতীয় সোনাটি এনে দেন ফেইথ কিপিয়েগন। মেয়েদের ১৫০০ মিটারের ফাইনালে রৌপ্য জেতেন অস্ট্রেলিয়ার জেসিকা হুল। ব্রোঞ্জ জেতেনে গ্রেট ব্রিটেনের জর্জিয়া বেল।

দিনের শেষ দুটি ইভেন্ট ছিল ৪x৪০০ মিটার রিলে। ছেলে ও মেয়েদের দুটি ইভেন্টেই সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ছেলেদের রিলেতে রৌপ্য জিতেছে বতসোয়ানা, আর ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন। মেয়েদের রিলেতে রৌপ্য গেছে নেদারল্যান্ডসের ঝুলিতে। এটিতেও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের।

Scroll to Top