অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখালেন বিশ্বজয়ী আলমাদা | চ্যানেল আই অনলাইন

অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখালেন বিশ্বজয়ী আলমাদা | চ্যানেল আই অনলাইন

নতুন ঠিকানায় নাম লেখালেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার থিয়েগো আলমাদা। ব্রাজিলের ক্লাব বোতাফোগো ছেড়ে যোগ দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। স্পেনের ক্লাবটির সঙ্গে ৫ বছরের চুক্তিসই করেছেন ২৪ বর্ষী অ্যাটাকিং মিডফিল্ডার।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আলমাদাকে দলে নেয়ার বিষয়টি জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি। ব্রাজিলের ক্লাবটিকে ২১ মিলিয়ন ইউরো ফি দিয়ে আলমাদাকে নিয়েছে দিয়েগো সিমিওনের ক্লাব। লা লিগা ক্লাবটি বলেছে,থিয়াগো আলমাদার দলবদলের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ এবং বোতাফোগো। আগামী পাঁচ মৌসুমে লাল এবং সাদা পোশাক পরবেন আলমাদা।

আর্জেন্টাইন ক্লাব ভেলেজ সার্সফিল্ড থেকে পথচলা শুরু আলমাদার। ২০১৮ সালে ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেডে পাড়ি জমান আলমাদা। প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্সে লিগের সেরা নবাগত খেলোয়াড় নির্বাচিত হন। ২৯ ম্যাচ খেলে ছয়টি গোল করেন।

এরপর গত বছর জুলাইয়ে বোতাফোগোতে নাম লেখান। দলটির জার্সিতে সব মিলিয়ে ২৬ ম্যাচ খেলে তিনটি গোল করেন। পাশাপাশি ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেস জয়ে ভূমিকা রাখেন। এরপর শীতকালীন দলবদলে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে ধারে খেলেন আলমাদা। সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে মাঠে নেমে দুটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেন।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে চারটি গোল করেছেন আলমাদা। তিনি ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। এরপর ২০২৪ সালে প্যারিস অলিম্পিকেও আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করেন।

Scroll to Top