এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মৌসুমের শুরুটা দারুণ করে মাঝপথে এসে অধারাবাহিক হয়ে পড়েছে বার্সেলোনা। সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় কেবল একটিতে। বার্সাকে হারিয়ে মৌসুমে প্রথমবার লা লিগার শীর্ষ দখল করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। হতাশার রাতে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, দলের এখন বিরতি দরকার।
ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে অ্যাটলেটিকোর কাছে ২-১এ হেরেছে বার্সেলোনা। ২০০৬ সালের পর বার্সার মাঠ দুর্গ হয়ে উঠেছিল অ্যাটলেটিকোর জন্য। অ্যাওয়ে কোনো ম্যাচ জেতেনি তারা। ১৮ বছর পর দুর্গ জয় করেছে দলটি। ১৮ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪১, ১৯ ম্যাচে বার্সার ৩৮।
বিরতি অবশ্য পাচ্ছে বার্সেলোনা। বড়দিনের ছুটি কাটিয়ে পরের ম্যাচ জানুয়ারিতে। ৫৯ বর্ষী কোচ ফ্লিক বলেছেন, ‘এখন বিরতি এসেছে। আমাদের সবারই বিরতি দরকার। এই হার আমাদের জন্য হতাশাজনক। ম্যাচটা আমরা ভালো খেলেছি। এখন বড়দিন উদযাপন করব। এরপর অনুশীলন শুরু করে দেখব মৌসুমের বাকি সময়ে কী করতে পারি।’
পয়েন্ট টেবিলের শীর্ষ হারিয়ে ফ্লিক বলেছেন, ‘হ্যাঁ, দারুণ তিনটা মাসের পর লাগাতার পয়েন্ট হারিয়ে আমরা এখন শীর্ষে নেই। তবে দিনশেষে এখনও আমরা ভালো অবস্থানে আছি। বিশেষ করে আমরা যেখানে যেতে চাই সেটার প্রেক্ষিতে। চিন্তিত নই। দল ভালো খেলছে।’