পশ্চিমবঙ্গের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জী নিশ্চিত করেছেন যে তার আসন্ন বাংলা ছবি ‘কিলবিল সোসাইটি’ হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবনের একটি ঘটনা থেকে অনুপ্রাণিত।
টেলিগ্রাফ ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়েছে, জোলি ২০০৩ সালে ‘দ্য ফেস’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে, ২২ বছর বয়সে তিনি একবার আত্মহত্যার কথা ভেবেছিলেন—একজন ভাড়াটে খুনিকে দিয়ে নিজের জীবন শেষ করার পরিকল্পনাও করেছিলেন।
সে সময় ২৭ বছর বয়সী জোলি ব্যাখ্যা করেছিলেন যে তিনি চাননি তার মৃত্যু আত্মহত্যা হিসেবে চিহ্নিত হোক, কারণ এটি তার প্রিয়জনদের, বিশেষ করে তার মায়ের জন্য মানসিক কষ্টের কারণ হতে পারত।
তিনি চেয়েছিলেন তার মৃত্যু যেন স্বাভাবিক হত্যাকাণ্ডের মতো দেখায়, যাতে পরিবার অপরাধবোধে ভোগে না। এমনকি তিনি খুনির জন্য ধীরে ধীরে টাকা জমাতেও শুরু করেছিলেন।
কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ভাড়াটে খুনি তাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেন। জোলির ভাষায়, “তিনি এতটাই ভদ্র ছিলেন যে আমাকে বলেছিলেন কিছু সময় নিয়ে চিন্তা করতে এবং দু’মাস পর তাকে আবার ফোন করতে।”
এই সময়টাতেই জোলি তার সিদ্ধান্ত বদলান এবং পরবর্তীতে হলিউডের অন্যতম আইকন হয়ে ওঠেন।
বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কথা বলতে গিয়ে, সৃজিত বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে (প্রাক্তন টুইটার) লিখেছেন, “এই বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই ‘কিলবিল সোসাইটি’ নির্মিত হয়েছে। তাই আরাম করে বসুন, উপভোগ করুন সিনেমা ও সংগীত।”
আগামী ১১ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘কিলবিল সোসাইটি’। সৃজিতের ২০১২ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘হেমলক সোসাইটি’-র সিক্যুয়েল এটি। এই সিনেমায় পরমব্রত চট্টোপাধ্যায় আবারও আনন্দ কর চরিত্রে অভিনয় করছেন, যদিও এবার তার নতুন নাম ‘মৃত্যুঞ্জয়’। কৌশানি মুখার্জি ‘পূর্ণা’ চরিত্রে অভিনয় করছেন, যে এক তরুণী আত্মহত্যার ভাবনায় ভুগছে।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই সিনেমার মাধ্যমে কৌশানি প্রথমবারের মতো সৃজিত মুখার্জীর সঙ্গে কাজ করলেন।
For the conspiracy theorists, this real life incident is the genesis of #KillbillSociety. So sit back, relax and enjoy the music!:)https://t.co/0H8HZh52Lf
— Srijit Mukherji (@srijitspeaketh) March 20, 2025