ওই বেসরকারি ক্লিনিকের নাম ‘প্রত্যাশা ক্লিনিক’। ক্লিনিকটি লোহাগড়া উপজেলার ফুল কাজীর মোড়ে অবস্থিত। অস্ত্রোপচার কক্ষে টিকটক ভিডিও বানানো ওই ব্যক্তির নাম প্রিয়া বেগম। তিনি নার্সের সহকারী হিসেবে ওই ক্লিনিকে কাজ করেন। ঘটনার পর তিনি দুঃখ প্রকাশ করেছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন রোগী অস্ত্রোপচার কক্ষে শুয়ে আছে। শরীরের ওপর রক্তমাখা কাপড়। পাশে অস্ত্রোপচারের সরঞ্জাম। সেখানে দাঁড়িয়ে রোগীর শরীর স্পর্শ করে নার্সের মতো পোশাক পরা এক নারী ভিডিও তৈরি করছেন। ভিডিওর সঙ্গে রয়েছে মিউজিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এতে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ ও কর্মীর বিচারের দাবি করা হয়। মিনারুল ইসলাম নামের একজন লিখেছেন, প্রথমত, তাঁকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, তাঁকে মা-বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, তাঁকেসহ ওই নার্সিং হোমের মালিককে আইনের আওতায় এনে বিচার করতে হবে।