‘অস্ত্রোপচারের ভয়ে’ হাসপাতালের ভবন থেকে লাফ, রোগীর মৃত্যু

‘অস্ত্রোপচারের ভয়ে’ হাসপাতালের ভবন থেকে লাফ, রোগীর মৃত্যু

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফয়েজ আহমদ হাসপাতালের ৯ম তলার জানালা দিয়ে লাফ দেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফয়েজ আহমদ নামের ওই রোগী মূত্রনালি ও মূত্রথলির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সোমবার তাঁর অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু এর আগেই গতকাল রাতে হাসপাতালের ৯ম তলার সিঁড়ির জানালা দিয়ে নিচে লাফ দেন। এতে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Scroll to Top