অস্ত্রসহ উপজেলা যুবদল আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক | চ্যানেল আই অনলাইন

অস্ত্রসহ উপজেলা যুবদল আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবদল আহ্বায়ক এম আবু আবুল খায়েরকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় তার বাড়ি থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনীর একটি দল উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১ নলা বন্দুকসহ তাকে আটক করা হয়।

মো. মুরাদ হোসেন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে এম আবুল খায়েরকে ১টি ১ নলা বন্ধুকসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাজিতপুর পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনী একটি দল অভিযান চালিয়ে জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামের নিজবাড়ি থেকে ১টি ১ নলা বন্ধুকসহ উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবু আবুল খায়েরকে আটক করে। পরে সেনাবাহিনী বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

GOVT

Chokroanimation

Scroll to Top