অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেপালকে রানে ৫২ রানে গুটিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা ভালো হয়নি জুনিয়র টাইগ্রেসদের। কেবল ৯১ রানের পুঁজি পেয়েছে লাল-সবুজ দল।
মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে সোমবার সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠান অজি অধিনায়ক লুসি হ্যামিল্টন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ৯১ রানের বেশি করতে পারেননি। মালয়েশিয়ার বাংগিতে স্লো উইকেটে এই রানের মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে রাখতে পারে কি না সেটিই এখন দেখার বিষয়।
অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৮ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। নেপালের বিপক্ষে ম্যাচে ব্যাটে রান পাওয়া অধিনায়ক সুমাইয়া আক্তার এবং সাদিয়া ইসলাম আজ ব্যর্থ হন। তবে সহ-অধিনায়ক আফিয়া আসিমা ইরার ব্যাটে এই পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।
ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৩৪ বলে ২৯ রান করেন ইরা। সুমাইয়া সুবর্ণার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান। দেশের আর কেউ দু অঙ্ক ছুঁতে পারেননি।
অজি স্পিনার টেগান উইলিয়ামস ১২ রানে নেন ২ উইকেট। ২টি করে উইকেট পান কাওয়েমহে ব্রে ও এলেনর লারোসা। একটি করে উইকেট নেন হাসরাত গিল ও ক্লোয়ে আইনসওয়ার্থ।