সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর নিজেই এখন একটি স্বতন্ত্র পরিচিতি। মডেলিং, ব্যবসা, এমনকি ই-গেমিং টিম কিনে আলোচনায় আসা সারা এবার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন—অস্ট্রেলিয়ার পর্যটন প্রচারের মুখ হচ্ছেন তিনি।
সচিন তেন্ডুলকরকে কে না চেনেন। তেমনই সচিনকন্যা সারাও পরিচিত হয়ে উঠেছেন সকলের কাছেই। শুধুমাত্র সচিন তেন্ডুলকরের কন্যা হিসেবেই নয়, নিজেরও একটা পরিচিতি গড়ে তুলেছেন কাজের মাধ্যমে। মডেলিং করেছেন। বিজনেসেও হাতেখড়ি হয়েছে সারার। ই-গেমসে টিম কিনে চমকে দিয়েছিলেন। সারা তেন্ডুলকর এ বার নতুন ভূমিকায়। অন্য দেশের হয়ে কাজ করবেন। যে প্রোজেক্টের খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ১১৩৭ কোটি! সারার কাঁধে বড় দায়িত্ব, বলাই যায়।
অস্ট্রেলিয়ার পর্যটনের জন্য প্রচার করবেন সারা তেন্ডুলকর। নতুন এক ট্যুরিজম ক্যাম্পেন শুরু হতে চলেছে। অনেক দেশ থেকে নানা জন এই ক্যাম্পেনে অংশ নেবেন। তেমনই এক মুখ ভারতের সারা তেন্ডুলকর। অস্ট্রেলিয়ার পর্যটন ব্যবসা যাতে বৃদ্ধি পায়, সেই লক্ষ্যেই এই ক্যাম্পেন। অস্ট্রেলিয়ার এই ক্যাম্পেন বিভিন্ন দেশেই দেখানো হবে। যাতে ভ্রমণপিপাসুরা অস্ট্রেলিয়াকেও তাঁদের গন্তব্য বানায়।
সব মিলিয়ে এই ক্যাম্পেনে খরচ হতে চলেছে ১১৩৭ কোটিরও বেশি টাকা। এই ক্যাম্পেনের মাধ্যমে অস্ট্রেলিয়ার লাভই হবে। এমনিতেও অস্ট্রেলিয়া ভীষণ পছন্দ সারা তেন্ডুলকরের। বিভিন্ন সময় নানা কাজেই গিয়েছেন। তেমনই বেড়াতেও। অস্ট্রেলিয়ার বিচে সুন্দর সুন্দর ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এমন অনেক বারই হয়েছে। এ বার দায়িত্ব আরও বেশিই বলা যায়।