ক্যানবেরা, ০৯ মার্চ – অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম গাজী আজরাফ এজাজ। বুধবার স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এক বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করে রাজ্য পুলিশ।
এজাজের পারিবারিক সূত্র জানিয়েছে, শরীরচর্চার উদ্দেশ্যে সকালে সাইকেল নিয়ে বের হন এজাজ। ওয়েভারলি ও স্টিফেনসনস সড়কের চৌরাস্তায় একটি ট্রাক তাঁর সাইকেলকে চাপা দেয়। ট্রাকচালকের ফোনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জরুরি সেবা বিভাগের সদস্যরা। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করে এজাজদের পারিবারিক বন্ধু নাদিরা সুলতানা নদী এই প্রতিবেদকে বলেছেন, ‘আমারও এজাজের বয়সী একটা ছেলে আছে। আমি ভাবতেই পারছি না এজাজ এভাবে আমাদের ছেড়ে চলে যাবে। তাঁর মায়ের আহাজারি এখনো কানে বাজছে। সবাই তাঁর পরিবারের শান্তি কামনায় দোয়া করবেন।’
এজাজের এক প্রতিবেশী বাংলাদেশি মাহবুব স্মারক বলেন, ‘এজাজ আমাদের পরিচিত ছিলেন। বিশ্বের অন্যতম সেরা মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এজাজ। এরও আগে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক শেষ করেছিলেন তিনি। তাঁর এই অকাল মৃত্যু খুবই দুঃখজনক।’
ভিক্টোরিয়া রাজ্য সরকারের জ্বালানি, পরিবেশ ও জলবায়ু বিভাগের কর্মকর্তা সালাহউদ্দীন আহমদ এই প্রতিবেদককে বলেছেন, ‘ছেলেটার বাবা যখন আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিলেন, তখন আমার বলার মতো কোনো কিছুই ছিল না। তবে সবাইকে বলছি, সড়কে নিরাপদ থাকতে খুবই সাবধান থাকতে হবে।’
আইএ/ ০৯ মার্চ ২০২৩