অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পোরেপানকাহ শহরের একটি এলাকায় গোলাগুলি চলছে। এ ঘটনায় এরই মধ্যে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এরইমধ্যে ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনো বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
অষ্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য এইজ’ জানিয়েছে, দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, পুলিশের বিপুলসংখ্যক গাড়ি এবং একাধিক অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে।
ভিক্টোরিয়া রাজ্য সরকারের প্রধান জেসিন্টা অ্যালান এক বিবৃতিতে বলেন, ‘আমাদের পুলিশ কর্মকর্তারা প্রতিদিনই অসাধারণ সাহসিকতা ও বীরত্ব দেখিয়ে চলছেন। তারা আমাদের মধ্যে শ্রেষ্ঠ।’
এ ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘পুলিশ প্রতিদিনই ঝুঁকি নিয়ে কাজ করছে। ভিক্টোরিয়ার পুলিশ কমিশনার বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’