এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন জান্নিক সিনার। দ্বিতীয় সেমিফাইনালে ইতালিয়ান টেনিস তারকা হারিয়েছেন যুক্তরাষ্ট্রের বেন শেল্টনকে। ফাইনালে সিনারের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আলেক্সান্ডার জভেরেভ।
দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার শেলটনকে ৭-৬ (২), ৬-২, ৬-২ গেমে হারিয়ে উঠেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ২৩ বর্ষী সিনার।
এই নিয়ে হার্ড-কোর্টের গ্র্যান্ড স্লামে টানা তৃতীয় ফাইনালে উঠলেন সিনার, গতবছর জিতেছিলেন অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন।
দিনের প্রথম সেমিতে দশবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ালে ফাইনালের টিকিট পেয়ে যান প্রথম সেটে জেত্ জার্মান তারকা জভেরেভ।