অস্ট্রিয়ার বিপক্ষেও হারল পোল্যান্ড | চ্যানেল আই অনলাইন

অস্ট্রিয়ার বিপক্ষেও হারল পোল্যান্ড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নেদারল্যান্ডসের কাছে হার দিয়ে ইউরো শুরু করেছিল পোল্যান্ড। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে দলটি। টানা দুই পরাজয়ে গ্রুপপর্ব থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে পোলিশবাহিনী।

অলিম্পিয়াস্টাডিয়নে পোলিশদের হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রিয়া। দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট তাদের।

মাঠের লড়াইয়ে শুরু থেকেই দাপট দেখায় অস্ট্রিয়া। ৯ মিনিটে লিড পায় দলটি। পোল্যান্ডের জালে বল পাঠান গারনোট ট্রনার। অবশ্য বিরতির আগেই সমতায় ফেরে পোল্যান্ড। ৩০ মিনিটে গোল আদায় করে নেন ক্রজিস্তফ পিয়েতেক ।

বিরতির পর পোলিশদের চেপে ধরে অস্ট্রিয়া। ৬৬ মিনিটে ফের লিড এনে তেন ক্রিস্টোফ বামগার্টনার। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে অস্ট্রিয়ার জয়সূচক গোলটি করেন মার্কো আর্নাউটোভিচ।

Scroll to Top