ভালো নেই দেশীয় চলচ্চিত্রের এক সময়ের পর্দা কাঁপানো কিংবদন্তী অভিনেতা জাভেদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে রাজধানী উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য সনি রহমান। তিনি জানান, এমনিতেই দীর্ঘ দিন ধরে অসুস্থ, তারমধ্যে হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন জাভেদ।
জাভেদের সহধর্মিনী ডলি চৌধুরীর বরাতে সনি রহমান জানান, অনেক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ নায়ক জাভেদ। বুধবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে।
সনি জানান, জাভেদ ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতি কামনায় ভক্ত অনুরাগীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন জাভেদের সহধর্মিনী ডলি চৌধুরী।
চিকিৎসার স্বার্থে এবং হাসপাতালে ভিড় এড়াতে হাসপাতালের নাম প্রকাশ না করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানান সনি। তিনি এক ফেসবুক পোস্টে বলেন,“আমি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জাভেদ ভাইয়ের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি এবং যোগাযোগ রাখছি। আর আমি সব সময় চেষ্টা করবো আপডেট দিতে।”
ষাটের দশকে নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন জাভেদ। ১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত নায়কদের মধ্যে জাভেদ ছিলেন অসম্ভব জনপ্রিয়। বলা হয়, তার কোনো ছবিই ফ্লপ করেনি। নিজে নাচতেন ও নায়িকাদের নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন।
মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহারাম বাদশা, আলাদিন আলী বাবা এবং সিন্দাবাদ-এর মতো ছবি উল্লেখযোগ্য।
ব্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালের চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন। ‘চন্দন দ্বীপের রাজকন্যা’ ছবিতে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এই প্রেম একসময় বিয়েতে পরিণত হয়।