অশান্তি তৈরির জন্যই বিএনপি আন্দোলন-আন্দোলন খেলা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, এখন বিএনপি হতাশায় ভুগছে। তাই তাদের আন্দোলনও নাই। চোরের মন পুলিশ পুলিশ, এজন্য মির্জা ফখরুল ইসলাম গ্রেফতারের আশঙ্কা করছেন।
হাছান মাহমুদ বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ড. ইউনুসের ওপর ভর করেছেন। ড. ইউনূস দেশের আইনের ঊর্ধ্বে নয়।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনার সাথে সেলফি তুলেছেন। এটা দেখে বিএনপির আন্দোলনে এখন হতাশার সুর। নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তথ্যমন্ত্রী।
/এমএন