অল-ইংলিশ ফাইনালে টটেনহ্যাম-ইউনাইটেড | চ্যানেল আই অনলাইন

অল-ইংলিশ ফাইনালে টটেনহ্যাম-ইউনাইটেড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উয়েফা ইউরোপা লিগে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে দ্বিতীয় লেগেও বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ৩-০তে জয়ের পর দ্বিতীয় লেগে ৪-১, দুই লেগ মিলে ৭-১ ব্যবধানে ফাইনালে পৌঁছেছে ইংলিশ জায়ান্টরা।

আসরের অপর সেমিফাইনালে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটের বিপক্ষে জিতেছে টটেনহ্যাম হটস্পার। দুই লেগ মিলে ৫-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে স্পাররা। আগামী ২১মে সান মেমেসে অ্যাটলেটিকো বিলবাওয়ের মাঠে হবে ফাইনাল।

যেকোনো ইউরোপীয়ান প্রতিযোগিতায় ষষ্ঠবারের মতো ইংল্যান্ডের কোনো দুই ক্লাব ফাইনাল খেলবে, এবার ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের হাতে পতাকা। ফাইনালে চ্যাম্পিয়নদের আরেকটি সুসংবাদ আসবে, পরের আসরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে জয়ীরা।

ফাইনালে ওঠার পর ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলেছেন, ‘পুরো মৌসুমে সমর্থকরা আমাদের জন্য যা করেছে, তাতে এটুকু আমাদের দিতে হবে। কিন্তু ফাইনালের জন্য ইতিমধ্যে আমি চাপে আছি। জিততে না পারলে কিছুই হবে না, কিছুই থাকবে না। ফাইনালে যেতে পেরে আমরা খুশি। দেখা যাক কী হয়।’

আমোরিমের মতো টটেনহ্যাম কোচও চাপে আছেন, ‘আমরা সবশেষ তিন ম্যাচ হেরেছি। সুতরাং এটা আমরা জিততে পারি। দেখতে পারেন আমরা জয়ের খুব কাছাকাছি আছি।’

Scroll to Top