‘অলিম্পিক’ গোলে নেইমার করলেন রোনালদোর উদযাপন

‘অলিম্পিক’ গোলে নেইমার করলেন রোনালদোর উদযাপন

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫

আবার সান্তোসের জয়ের নায়ক নেইমার

সৌদি থেকে ব্রাজিলে ফেরার পর যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন তিনি। শৈশবের ক্লাব সান্তোসের জার্সি গায়ে একের পর এক গোল করেই চলেছেন নেইমার। এবার কর্নার থেকে চোখ ধাঁধানো এক গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক উদযাপন করেছেন নেইমার।

ইন্টারন্যাশিওনালের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের দর্শকের দুয়ো শুনেছেন নেইমার। ম্যাচের ৯ মিনিটের মাথায় নেইমারের অ্যাসিস্টে সোয়ারেসের গোলে এগিয়ে যায় সান্তোস।

পিছিয়ে পড়ার পর ইন্টারন্যাশিওনালের সমর্থকদের দুয়ো আরও বাড়তে থাকে। ২৭ মিনিটে কর্নার পায় সান্তোস। কর্নার নেওয়ার সময় দর্শকের দুয়োতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাকে। সেই কর্নার থেকে দারুণ এক কিকে বল জালে জড়িয়ে দুয়ো দেওয়া দর্শকের সামনেই গোল উদযাপন করেন নেইমার।

‘অলিম্পিক’ গোল করার পর রোনালদোর মতোই বিজ্ঞাপন বোর্ডের উপর বসে পড়েন নেইমার। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় প্রায়ই এমন উদযাপন করতেন সিআর সেভেন। নেইমারের এই উদযাপন কিছুটা হলেও চুপ করিয়ে দিয়েছে দর্শককে।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। এক গোল ও এক অ্যাসিস্টের সুবাদে এই ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন নেইমার।

সারাবাংলা/এফএম

নেইমার
রোনালদো
সান্তোস

Scroll to Top