অলরাউন্ডার নাসিরের বিরুদ্ধে আইসিসির তিন অভিযোগ – Allrounder BD

অলরাউন্ডার নাসিরের বিরুদ্ধে আইসিসির তিন অভিযোগ – Allrounder BD

বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনসহ আটজনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দূনীতি দমন কমিশন, আটজনের মধ্যে টিম অফিশিয়ালও রয়েছেন। অভিযোগগুলো ২০২১ সালে হওয়া আবুধাবি টি-টেন লিগের সাথে সম্পর্কিত। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, আটজনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার ব্যর্থ চেষ্টাসহ বিভিন্ন তথ্য গোপন এবং তদন্তে অসহযোগিতা করার অভিযোগ রয়েছে। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসে খেলা বাংলাদেশের অলরাউন্ডার নাসিরে হোসেন ওই আট অভিযুক্তের মধ্যে অন্যতম। নাসিরে বিরুদ্ধে অভিযোগ তিনটি।

১. তদন্তে অসহযোগিতা: সম্ভাব্য দুর্নীতিমূলক আচরণের বিষয়ে DACO পরিচালিত তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছেন বা প্রত্যাখ্যান করেছেন নাসির হোসেন। আইসিসি দূর্নীতি দমন কোডের অধীনে তদন্তকারীদের সহায়তা করার যে বাধ্যবাধকতা রয়েছে, নাসির সেই বাধ্যতামূলক কাজটি করেননি। (আর্টিকেল ২.৪.৬)

২. দূনীর্তির প্রস্তাব গোপন: আইসিসি দূর্নীতি দমন কোডের অধীনে দুর্নীতিমূলক কাজে জড়িত হওয়ার যে প্রস্তাব পেয়েছেন, তার সম্পূর্ণ বিবরণ DACO-র কাছে প্রকাশ করতেও ব্যর্থ হয়েছেন নাসির, পাশপাশি কি কারণে বিবরণ প্রকাশ করতে পারেননি, তার যুক্তি সঙ্গত কোন ব্যাখ্যাও দিতে পারেননি। (আর্টিকেল ২.৪.৪)

৩. উপহার নেয়া: ৭৫০ মার্কিন ডলার বা তারও বেশি মূল্যের উপহার নিয়েছেন নাসির হোসেন। যদিও সেই তথ্য DACO-র তদন্তকারী কর্মকর্তাদের জানাননি। (আর্টিকেল ২.৪.৩)

নাসিরের বিপক্ষে দূর্নীতির অভিযোগ এনেছে আইসিসি

আপাতত আইসিসির পক্ষ থেকে কেবল অভিযোগ গঠন করা হয়েছে, এরপর অভিযুক্তদের শুনানির জন্য ডাকা হবে। সেই শুনানিতে আত্মপক্ষ সমর্থনসহ, নিজেদের নির্দোশ প্রমানের জন্য অভিযোগের বিরুদ্ধে লড়তে পারবেন নাসিরসহ ওই আটজন। তবে নিজেকে নির্দোষ প্রমানে ব্যর্থ হলে, নিশ্চিতভাবেই শাস্তি হবে।

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড এই দূর্নীতি দমন মিশন পরিচালনার জন্য আইসিসিকে নিয়োগ করেছিলো। আইসিসির পক্ষ থেকে যাদের বলা হচ্ছে, Designated Anti-Corruption Official (DACO) এবং ১৯ সেপ্টেম্বর বিকেলে এক বিজ্ঞপ্তিতে তথ্যগুলো জানিয়েছে আইসিসি।

 

 

 

Scroll to Top