অভিনেত্রীর পায়ে নেলপলিশ পরিয়ে দেন শাহরুখ, কেন এমন করেছিলেন তিনি? – DesheBideshe

অভিনেত্রীর পায়ে নেলপলিশ পরিয়ে দেন শাহরুখ, কেন এমন করেছিলেন তিনি? – DesheBideshe

অভিনেত্রীর পায়ে নেলপলিশ পরিয়ে দেন শাহরুখ, কেন এমন করেছিলেন তিনি? – DesheBideshe

মুম্বাই, ০১ নভেম্বর – বলিউড বাদশা শাহরুখ খান শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি রঙিন মনের মানুষ। বিশেষ করে তিনি শুটিংয়ে সময় নায়িকাদের ব্যাপারে ভীষণ সচেতন। তাদেরকে প্রশংসায় ভরিয়ে রাখেন কিং খান। বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, নারীদের মন জয় করার অন্যতম উপায়ই হলো তাদের সম্মান করা।

শাহরুখের সঙ্গে সহ-অভিনেত্রীরা অভিনয় করতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন সে জন্য তিনি বিভিন্ন মজার কাণ্ড-কারখানা করেন। একবার নাকি এক অভিনেত্রীর পায়ের নখে নেলপলিশ দিয়েছিলেন এ অভিনেতা। ক্যারিয়ারের শুরুর দিকের কথা প্রকাশ্যে এনেছেন হুমা কুরেশি। তারা একটি বিজ্ঞাপনে একসঙ্গে শুটিং করছিলেন। সেই সময় অভিনেত্রীর নিচু হয়ে নখে নেলপলিশ দিতে সমস্যা হচ্ছিল। এ দৃশ্য দেখে শাহরুখ নিজেই নেলপলিশ দিয়ে দেন। সম্প্রতি হুমা কুরেশি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।

হুমা এ প্রসঙ্গে বলেন, ‘মনে আছে, মাকে ফোন করে বলেছিলাম, সত্যিই ঈশ্বর আছেন। মানুষের প্রার্থনা তিনি শুনতে পান বলেই আমি আমার প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করতে পারলাম’। শাহরুখের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আনন্দ প্রকাশ করেছিলেন হুমা। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘ডাবল এক্স এল’, ‘মনিকা ও মাই ডার্লিং’ সিনেমায় কাজ হুমা বেশ প্রশংসিত হয়েছেন।

শাহরুখকে সবশেষ ‘ডানকি’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে । ২০২৩ সালে পর পর তিনটি সিনেমা মুক্তি পায় বাদশার। বর্তমানে তিনি সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন কিংখান।

আইএ/ ০১ নভেম্বর ২০২৪



Scroll to Top