অভিনেতা জামাল উদ্দিন হোসেনের জানাজা সম্পন্ন – DesheBideshe

অভিনেতা জামাল উদ্দিন হোসেনের জানাজা সম্পন্ন – DesheBideshe

অভিনেতা জামাল উদ্দিন হোসেনের জানাজা সম্পন্ন – DesheBideshe

ঢাকা, ১৩ অক্টোবর – বিশিষ্ট নাট্যজন, নির্দেশক ও অভিনেতা জামাল উদ্দিন হোসেনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। কানাডার স্থানীয় সময় শনিবার বাদ জোহর আকরাম জুম্মা মসজিদে জানাজা হয়। জানাজা শেষে তাকে কক্রেন কবরস্থানে দাফন করা হয়।

নামাজের জানাজায় বিভিন্ন কমিউনিটির প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে।

অভিনেতা জামাল উদ্দিন হোসেন শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কানাডার রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার ইউরিন ইনফেকশন হয়েছে। পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছিলেন না। এর পরই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। তিনি দীর্ঘ দিন লাইফ সাপোর্টে ছিলেন।

উল্লেখ্য, সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী গত ১৫ বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত। গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেছিলেন।

আইএ/ ১৩ অক্টোবর ২০২৪

Scroll to Top