ঢাকা, ২৯ এপ্রিল – অভিনেতা ইরেশ যাকেরসহ আরও ৪০৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মার্কেটিং ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের মামলার ১৫৭ নম্বর আসামি।
এই মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা।
মামলার বিষয়ে পুলিশ সদর দপ্তর বলছে, আদালত অভিযোগ গ্রহণের পর পুলিশ মামলা রুজু করে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, ‘অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেন। এরপর সেটা মামলা হিসেবে নেওয়ার জন্য মিরপুর মডেল থানাকে নির্দেশ দেন। সে নির্দেশ অনুযায়ী পুলিশ মামলা রুজু করে।’
জানা গেছে, বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ এপ্রিল ২০২৫