যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক ৩৯ বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। শনিবার (২ আগস্ট) সকালে একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো এসব বাংলাদেশির সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ থেকে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমানে করে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে দেশে ফিরেছেন ৩৯ জন।
ওয়াশিংটনে বাংলাদেশের একজেন কূটনীতিক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নীতি জোরদার করা হয়। এর অংশ হিসেবে প্রতি মাসেই কিছু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, ফেরত পাঠানোর ক্ষেত্রে যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের দ্রুত দেশে পাঠানো হয়। যাদের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ, তাদের জন্য বাংলাদেশ মিশন একমুখী ট্রাভেল পারমিট (টিপি) ইস্যু করে। আর যাদের কোনো প্রামাণ্য পরিচয়পত্র নেই, তাদের নাগরিকত্ব যাচাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে টিপি দেওয়া হয়।
এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র এর আগে আরও ১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কারা কারা ফেরত আসছেন বা সবসময় নির্ধারিত সংখ্যায় ফিরছেন কি না- তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা থেকে যায়।