‘পুলিশ সপ্তাহ’ ২০২৫ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অবৈধ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখে পড়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী।
তিনি বলেন, আগে পুলিশ ছিলো দলীয় বাহিনী। এজন্য সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইনসে ৩ দিনের ‘পুলিশ সপ্তাহ’ ২০২৫ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পুলিশ দলীয় কর্মীর ভূমিকায় ছিলো। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা বলেন, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশকে যথাযথ ভূমিকা রাখতে হবে। গত বছরের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৬২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের ব্যাজ পরিয়ে দেন প্রধান উপদেষ্টা।