বিজিবির সঙ্গে কথা বলে জানা গেছে, পরশুরামের জয়ন্তীনগর বিওপির সত্যনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিক রোজিনা ও সাকেরাকে আটক করে বিজিবি। আটকের পর বিজিবির জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ভারতীয় এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে তাঁরা ভারত যাওয়ার চেষ্টা করছিলেন।
বিজিবি–৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ভারত যাওয়ার চেষ্টার সময় আটক বাংলাদেশি নাগরিক দুই নারীকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় দালাল দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর থানার সমেন্দ্রনগর গ্রামের কালা মিয়ার ছেলে মো. খালেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানানো হয়েছে।