<![CDATA[
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে কমিটেড। তার এ সিদ্ধান্তকে আরও শক্তিশালী করতেই যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য ভিসা নীতি করেছে। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। র্যাবের স্যাংশন তুলে দেয়ার প্রক্রিয়াও এরইমধ্যে শুরু হয়ে গেছে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত শেষে এসব জানান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বৃহস্পতিবার (১৩ জুলাই) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে নিজ বাসায় নৈশভোজ করেন সালমান এফ রহমান।
এসময় মার্কিনদের দেয়া ভিসা নীতি নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “ভিসা নীতি নিয়ে মার্কিন প্রতিনিধি দল বারবার একই কথা বলেছে যে ‘আমরা যে ভিসা নীতি করেছি, সেটা নির্দিষ্ট কোনো দলকে বা ব্যক্তিকে লক্ষ্য করে করিনি। এটা আমরা এজন্য করেছি যেন আপনাদের নির্বাচন আরও সুষ্ঠু হয়।’ এটা তো তারা পাবলিকলি বলেছে যে ‘প্রধানমন্ত্রী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে কমিটেড। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে আরও শক্তিশালী করতে আমরা এ ভিসা নীতি করেছি।’”
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে মার্কিন প্রতিনিধি দল কিছু বলেছে কিনা জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘না সে বিষয়ে তারা কোনো কথা বলেননি। নির্বাচন নিয়ে তারা বারবার একটাই কথা বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর বাইরে নির্বাচন নিয়ে আর কোনো কথা তারা বলেননি। আমরাও বলেছি, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। গতকাল দুটি দলই সমাবেশ করেছে। বিএনপি কোনো বিশৃঙ্খলতা করেনি, ফলে পুলিশকেও প্রতিহত করতে হয়নি। সাধারণত বিএনপি বিশৃঙ্খলতা শুরু করলে পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে। গতকাল তারা তেমনটা করেনি, ফলে পুলিশও কিছু করেনি।’
আরও পড়ুন: সালমানের বাসায় নৈশভোজে উজরা জেয়া
র্যাবের স্যাংশন নিয়ে কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘র্যাবের স্যাংশন তুলে দেয়া নিয়ে এরইমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাদের আইন অনুযায়ী আবেদন করতে হয়। পরে তারা তাদের মতো করে পর্যালোচনা করবে। সেটার একটা প্রক্রিয়া আছে। স্যাংশন তুলে দেয়ার প্রক্রিয়া এরইমধ্যে আমরা শুরু করে দিয়েছি।’
সালমান এফ রহমান বলেন, ‘এছাড়া তারা শ্রম অধিকারের বিষয়ে কথা বলেছেন। আমরা বলেছি, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে আমাদের একটি রোডম্যাপ আছে। সে রোডম্যাপ অনুযায়ী আমরা এগুচ্ছি। এবং আমরা তাদের নিশ্চিত করেছি যে, আইএলও’র সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে, সে চুক্তি অনুযায়ী যা যা আমাদের করণীয় সেসব আমরা করবো।’
]]>