অবসর প্রসঙ্গে সাকিব, ‘যখন সময় হবে, সবাই সব জেনে যাবে’ – DesheBideshe

অবসর প্রসঙ্গে সাকিব, ‘যখন সময় হবে, সবাই সব জেনে যাবে’ – DesheBideshe

অবসর প্রসঙ্গে সাকিব, ‘যখন সময় হবে, সবাই সব জেনে যাবে’ – DesheBideshe

ঢাকা, ২৩ জুন – গেল বছর এক সাক্ষাৎকার সাকিব আল হাসান জানিয়েছিলেন টি-টোয়েন্টি থেকে অবসরের কথা। সেখানে বলেছিলেন ২০২৪ বিশ্বকাপ খেলে সরে যাবেন তিনি। গতকাল ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় এটাই তার শেষ বিশ্বকাপ কি না? স্পষ্ট কোনো উত্তর অবশ্য দেননি টাইগার অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘শেষ কি না জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে হবে। এগুলো এখানে আলোচনার বিষয় না। সময়ের সাথে সাথে আলোচনা হতে পারে।’

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বলেছিলাম তখন পর্যন্ত চিন্তা রয়েছে। চিন্তা পরিবর্তন হতেই পারে। এগুলো নিয়ে আমি চিন্তিত না। সামনে অনেক বিরতি আছে। নিজের উপর মনোযোগ দেওয়া যাবে। দলে প্রয়োজনীয়তা, দল যদি মনে করে দরকার আছে, আমি যদি মনে করি আমাকে দলে দরকার আছে, আমারও সেভাবে ইচ্ছা আছে।’

যতদিন খেলা উপভোগ করবেন ততদিন খেলার কথা জানিয়ে সাকিব বলেন, ‘উপভোগ না করলে তো খেলা যায় না। এগুলো সময়ের ব্যাপার। অনেক বড় গ্যাপ আছে। এখন টেস্ট বেশি খেলা হবে। স্বাভাবিকভাবে ফোকাস ওদিকেই চলে যাবে। সময়ের উপরই ছেড়ে দেই। সময় হলে সবাই সব জেনে যাবে।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ জুন ২০২২৪

Scroll to Top