ঘরের মাঠে কদিন আগে অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। পরে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে শুরু হয় স্বাগতিকদের। দ্বিতীয়টিতে সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ক্যারিবীয় দল। বৃহস্পতিবার একই মাঠে তৃতীয় ও সিরিজ নির্ধারণী শেষ টি-টুয়েন্টি।
লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে রোববার ভোরে টসে জিতে আগে ব্যাটে নেমে ৯ উইকেটে ১৩৩ রান করে পাকিস্তান। ১৩৪ রানের লক্ষ্যে নেমে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে উইন্ডিজ। ২ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় শাই হোপের দল। ১৯ রানে ৪ উইকেট নেয়ার পর ১০ বলে ১৬ রান করে ম্যাচসেরা জেসন হোল্ডার।
জিততে শেষ ওভারে দরকার ছিল ৮ রান। প্রথম বলে সিঙ্গেল নেয়ার পর দ্বিতীয় বলে আউট হয়ে যান রোমারিও শেফার্ড। পরের তিন বলে আরও তিনটি সিঙ্গেল আসার পর শেষ বলে প্রথমে হয় ওয়াইড, বৈধ শেষ বল বাউন্ডারিতে পাঠান হোল্ডার। গতমাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৫-০তে হেরেছিল দলটি।
সালমান আঘার দল ১৩৩ রান তুলেছিল হাসান নওয়াজের ২৩ বলে ৪০ ও সালমানের ৩৮ রানের ইনিংসে। দলের ৮ ব্যাটারের রান ছিল একঅঙ্কের ঘরে। এর বড় কৃতিত্ব হোল্ডারের, ১৯ রানে ৪ উইকেট শিকার করেছেন।