প্রিমিয়ার লিগ থেকেই আগে অবনমন নিশ্চিত হয়েছে সাউথ্যাম্পটনের। আগের ৩৫ ম্যাচের ২৮টিতেই হেরেছিল তারা। দুটি জয় ও ৫টি ড্র কেবল তাদের ঝুলিতে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। জাল অক্ষত রেখে সিটিজেনদের বিপক্ষে ড্র করেছে দলটি।
সেন্ট ম্যারি স্টেডিয়ামে ৭০ ভাগের বেশি বল দখলে ছিল পেপ গার্দিওলার শিষ্যদের। ফিনিশিংয়ে ব্যর্থতায় গোল শূন্য ড্র করে ফিরতে হয়েছে গত চার আসরের চ্যাম্পিয়ন দলটির। ৩৬ ম্যাচে ১৯ জয় ও ৮ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট শিরোপা নিশ্চিত করা লিভারপুলের।
শক্তিমত্তায় এগিয়ে থেকে ফেভারিট হয়েই মাঠে নামে সিটি। তবে সাউথ্যাম্পটন রক্ষণভেদ করা সম্ভব হয়নি তাদের। পুরো ২৬ শট নিয়ে কেবল পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিক দলটি কেবল দুটি শটই নিতে পারে, তাও লক্ষ্যের বাইরে।