গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ১০৭২ জনসহ মোট এক হাজার ৬৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ১০৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৫৭০ জনকে।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে দেশীয় তৈরী পিস্তল ১টি, একনলা বন্দুক ১টি, দেশীয় তৈরী পাইপগান ৫টি, ওয়ান শুটারগান ২টি, ম্যাগজিন ১টি, গুলি ৪ রাউন্ড, কার্তুজ ৪ রাউন্ড, চাইনিজ কুড়াল ৫টি, রামদা ১টি, দা ৩টি, লোহার তৈরী কিরিচ ১টি, চাকু ৩টি, কাচি ১টি, হাতুড়ি ১টি, লাঠি ১টি, রড ৩টি, কুচা ১টি ও সুলফি ১টি উদ্ধার করা হয়েছে।