অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫২৯ জন | চ্যানেল আই অনলাইন

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫২৯ জন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত ১০ দিনে সারা দেশে এই অভিযানে মোট ৫ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হল। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে  জানানো হয়, রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে একদিনে ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৫২৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছে ৯৭৪ জন।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট সারা দেশে একযোগে শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে।

Scroll to Top