অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিচ্ছে – DesheBideshe

অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিচ্ছে – DesheBideshe



অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিচ্ছে – DesheBideshe

ঢাকা, ৩০ জুন – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি গবেষণায় উঠে এসেছে দেশের ৬২ শতাংশ মানুষ বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা জনসাধারণের প্রতিক্রিয়া বিচার করি এবং সেই অনুযায়ী কাজ করি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উপলব্ধি ভালো। আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতি হচ্ছে।

সোমবার (৩০ জুন) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লার মুরাদনগর এবং পটুয়াখালীর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয় দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের এক বছর পূর্তিতে সবাই অনুষ্ঠান করবে, অংশগ্রহণ করবে। এখন পর্যন্ত এসব নিয়ে কোনও থ্রেট নাই। সেসব অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা ভুলে ব্যাগে ছিল। এটা একটা ভুল। কেউ জেনে-শুনে এটা করবে না।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩০ জুন ২০২৫



Scroll to Top