জার্মান বুন্দেসলিগায় রীতিমতো উড়ন্ত সময় পার করছে বায়ের লেভারকুসেন। চলতি মৌসুমে টানা ২৩ ম্যাচের কোনোটিতেই দলটি হারেনি। টানা ১২ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে থেকে শিরোপা জয়ের দাবি জোরালো করেছে। লিগ ম্যাচে মেইনজকে ২-১ গোলে হারিয়ে গড়েছে অনবদ্য এক কীর্তি। প্রথম জার্মান ক্লাব হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড সৃষ্টি করল জাভি আলানসোর দল।
বায়ার্ন মিউনিখের টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে আগেই ভাগ বসিয়েছিল লেভারকুসেন। বেঅ্যারেনাতে শুক্রবার রাতে ম্যাচে ঘরের মাঠেই তারা বাভারিয়ানদের টপকে গেল।
২৩ ম্যাচে ১৯ জয় ও ৪ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে লেভারকুসেন টেবিল টপার। দুইয়ে থাকা বায়ার্নের ২২ ম্যাচে পয়েন্ট ৫০। ভিএফবি স্টুটগার্ট ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও বরুশিয়া ডর্টমুন্ড ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
বাঁ-পায়ে দেয়া দূরপাল্লার ফ্রি কিকে তৃতীয় মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন গ্রানিত জাকা। যদিও লিডের স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না। সপ্তম মিনিটের মাথায় সিলভান উইডমারের হেড পাসে বল পাওয়া ডমিনিক কোহর মাথায় বল ছুঁইয়ে তা জালে জড়িয়ে ম্যাচে সমতা টানেন।
বিজ্ঞাপন
বিরতির পর ৬৮ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের অ্যাসিস্টে বল নিয়ে ডানপায়ের কিকে লেভারকুসেনের হয়ে জয়সূচক গোলটি করেন রবার্ট অ্যান্ড্রিচ।
গ্রানিত জাকাকে ফাউল করায় প্রথমবার হলুদ কার্ড দেখেন জেসিক এনগানকাম। পরে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি তাকে ৮০ মিনিটে লাল কার্ডদ দেখালে দশজনের দলে পরিণত হয় মেইনজ। অতিথি দল বাকি সময়ে আর ম্যাচে ফিরতে না পারায় রেকর্ড গড়া জয় পায় লেভারকুসেন।