দ্বিতীয় বছর শুরু করল অন্তর্বর্তী সরকার। গত বছর এই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে শপথ নেন। তাঁর সরকারকে রাজনৈতিক সরকারের মতো মূল্যায়ন না করা গেলেও রাজনৈতিক বিশ্লেষক কামাল আহমেদ বলছেন, সরকারের সবচেয়ে বড় অর্জন দেশের মধ্যে ঐক্য বজায় রাখা। তবে সরকারে নেতৃত্বের অযোগ্যতা ও দক্ষতার অভাব রয়েছে বলেও মনে করেন তিনি।