অন্টারিও প্রাদেশিক নির্বাচনে ডলি বেগমের হ্যাটট্রিক জয় – DesheBideshe

অন্টারিও প্রাদেশিক নির্বাচনে ডলি বেগমের হ্যাটট্রিক জয় – DesheBideshe

অন্টারিও প্রাদেশিক নির্বাচনে ডলি বেগমের হ্যাটট্রিক জয় – DesheBideshe

টরন্টো, ২৮ ফেব্রুয়ারি – বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম আবারও অন্টারিও প্রাদেশিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৪২.৯ শতাংশ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনে জয়ী হন তিনি।

নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) সদস্য ডলি বেগম ২০১৮ সালে প্রথমবার অন্টারিও প্রাদেশিক নির্বাচনে বিজয়ী হন এবং এরপর থেকে ধারাবাহিকভাবে জনগণের আস্থা অর্জন করে আসছেন।

ডলি বেগমের শেকড় বাংলাদেশে। তিনি মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সন্তান। শৈশবে পরিবারের সঙ্গে কানাডায় আসার পর তার বেড়ে ওঠা অন্টারিওর স্কারবোরোতে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

এই টানা তৃতীয়বারের বিজয়ে স্কারবোরো সাউথ ওয়েস্টের বাসিন্দারা তার নেতৃত্বে পুনরায় আস্থা রেখেছেন, যা তার জনপ্রিয়তা ও কার্যকর নেতৃত্বের প্রতিফলন।



Scroll to Top