অনেক সাধের ময়না

অনেক সাধের ময়না

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : অভিনয়ে বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : ময়না গ্রামের সুন্দরী মেয়ে, মতি গ্রামের শিক্ষিত ছেলে আর মনা গ্রামের একজন সাধারণ এবং নির্বোধ ছেলে।

যখন ময়না তাদের জীবন থেকে হারিয়ে যায় তখন সব কিছুই পরিবর্তন হয়ে যায়। উভয়েই জানতে পারে তাদের ত্রিভুজ ভালোবাসার কথা। মতিও ময়নাকে পেতে চায় আবার মনাও চায় ময়না তার হবে। শেষ পর্যন্ত কী হয়!
ঢাকাপ্রতিদিন/এআর

 

Scroll to Top